দিলের ঘরে বসত করে অচিন পাখীর ছানা
তার ঠিকানা সব অজানা ধরতে তারে মানা ।।
তুমি দিলে পাখি গিলে না দিলে যায় মরে
সেই পাখিরে কেমন করে রাখো সাজার ডরে
বন্য ভয়ে হন্যে হয়ে চাই তোমারই পানা ।।
কান্দে বসে অংক কষে মিলাও শেষ রেওয়ামিল
পাপ পুন্য দুতরফায় শুন্য হিসেব বড় মুশকিল
হাসর কবর সকল খবর তোমার সবই জানা ।।
আমীর মামদী ভেবে বলে পাখি নিরব হলে
দুনিয়ার কারো সাধ্যে মিলে জবান ফোটায় গলে।
দলিল পর্চায় মালিকানায় নাম লেখা মলাটে
দিনের শেষে ক্লান্ত বেশে দাম বিলীন ললাটে
থামলে পাখির কিচিরমিচির বন্ধ হৃদয় খানা ।।