একটা দোলনা আজো ঝুলে আছে দখিনের ঝুল বারান্দায়
আশা ছিলো মনে দোলবো সেখানে মিলেমিশে আমি আর রাঁধায়।।
সকালেও দেখি বিকালেও একি শুধুই বাতাসে একাএকা দোলে,
কখন আসবে পাশেতে বসবে পায়েতে দোলাবে বেণীখোঁপা খোলে,
হায় কবে তার আসবে জোয়ার অভিমানী মনে ফাগু ধারায়।।
রোদের তাপে শীতল বরফেচিকচিক করে ঝলকে কপোল
আড় চোখে দেখে নীরটুকু মেখে খুশীর আবীরে হবো বিহ্বল
কখনো যাবেনা কারোর হবেনা থাকবে কাছেইশত বাঁধায়।।
দিন আসে যায় তাঁর দেখা নাই কোথায় লুকিয়ে,নাই কোন খোঁজ,
খালি পাটাতনে প্রতি ক্ষনে ক্ষনে ধূলিকণাগুলি জমে হররোজ,
মিহি আঁচলের কোমল ছোঁয়ায় কে ধূলো মুছবে চাঁদ জোছনায়?।।
হাতে হাত রেখে বসে একেবেঁকে এলোমেলো চুল নাকের ডগায়
দমকা বাতাসে উড়বে পাশে সে হাসনাহেনার সুবাস ছড়ায়
আর কত দিন সঙ্গীবিহীন দোলনার কাছে ঠাঁই দাড়ায়?।।
মাত্রাবৃত্তঃ ০৪-০৫-২০২১
(উৎসর্গঃ বন্ধুকে)