ময়না পাখীর বোল ফুটেছে
ডাকছে "আভা-মণি"
আধো কথায় মন যে জুড়ায়
মিষ্টি মধুর ধ্বনি ।।
কাছাকাছি চুড়ই বাসা
বুলবুলিটা দূরে
পাখীর গানে ঘুম যে ছুটে
যখন গায় সুরে
গুন গুন করি তাদের মতো
যখনি গান শুনি ।।
ময়না হাসে ময়না কাশে
নাচে ঘোরে ঘোরে
আভার সাথে গলা মিলায়
প্রতি ভোরে ভোরে
সকাল বিকাল কলা গিলে
সাথে দুধের ননী।।
কালো গায়ে হলুদ পায়ে
নাচে ঘুরে ঘুরে
বাঁকা ঠোঁঠে শিষ গো কাটে
গায় সে সুরে সুরে
মাথা দোলায় লেজটি ঝুলায়
নাচে গায় যখনি।।
ময়না এখন ডিম দিয়েছে
রাখছে যতন করে
ডিমে বসে দিচ্ছে তা যে
একটু নাহি নড়ে
পেয়েছে সে সোনার মোহর
যেন চোখের মণি।।