রাগ দেখানো মুখটা আমার উধাও সামনে থেকে
আদর করে ছোঁবেনা আর প্রেমের আবীর মেখে।।

পাশে বসে হেসে হেসে রাখবেনা আর হাতে হাত
ডাকবে না গো ঝোল বারান্দায় দেখাতে পূর্ণিমার চাঁদ
আলতো ছোঁয়ায় ভাংগাবে না ঘুম  তুলবে না আর ডেকে ।।

গালের টোলে ঢাকলে চুলে বলবে না কখনো কেউ
চুল তোলে নাও দেখতে গো দাও গালে টোলের কাঁপা ঢেউ
রোদে পুড়ে ভর দুপুরে আমারে ছাতায় রেখে ।।

দেখবেনা গো আড় নয়নে বলবেনা হরিণ আঁখি
শোনবে না গান মুগ্ধ হয়ে ডাকবেনা গানের পাখি
থমকে দাড়াবেনা সে আর কখনো আমায় দেখে।।

২২৯-কলেজ রোড।
০৮-০৬-২০১৮