হায় বেহায়া বরষা,শাড়ী ভেজাও সাঁঝ বেলায়,
এই অবেলায় যাবো কোথায়,লাজে ভেজা গায়।।

এলোমেলো ভেসে এলে চুল ভিজিয়ে দিলে
সাধের বেনী খোলে নিলে  দমকা ঝড়ে মিলে
পথিক তাকায় হেলেদুলে,কেমনে বাড়ী যায়।।
এই অবেলায় যাবো কোথায়,লাজে ভেজা গায়।।

বৃষ্টি তোমার দুষ্টু ধারায় মায়াবী এক মায়ায়
লাল শাড়ীটি সাঁজটি হারায় ভিজে সারা গায়
নিলাজ করো কেন আমায় লাজের ছোঁয়ায় হায়।।
এই অবেলায় যাবো কোথায়,লাজে ভেজা গায়।।

বেহায়া বরষা
ছন্দ:স্বরবৃত্ত-৪+৪+৪+২/১
২৩-০৭-১৯৯৯,
৬৫-নপলা,আজিমপুর,ঢাকা।