সুস্মিতা আবার ফিরে এসেছে
সেই ঘন কালো চুলের সুস্মিতা
হাসতে হাসতে গায়ে এলিয়ে পড়া সুস্মিতা
মিথ্যা বাহানায় লাইব্রেরী থেকে বের করে আনা সুস্মিতা
অথচ আমি ওকে চাই নি একবারো
ওকে আমি ভালোবাসি নি একবারো
অথচ ওকে আমি ফিরিয়েও দেই নি একবারো
সে আমায় ২৪ ঘন্টা সংগ দেয়
আমাকে ঝারী দেয়
অভিমান করে মুখ ফুলিয়ে রাখে
আমি আবার লিখছি
গান লিখছি
কবিতা লিখছি
কাঠখোট্টা প্রবন্ধ লিখছি
মোটা মোটা বই চষে বেড়াচ্ছি
আমি আবার তোমাদের আইডল হবো
আরো বছর ত্রিশেক পড়ে
তোমরা আমাকে পড়বে
আমাকে নিয়ে তোমরা সভা সেমিনার করবে
কেউ কেউ আমাকে নিয়ে সমালোচনাও করবে
পুনশ্চঃ
সুস্মিতা থাকুক
অস্তিত্বহীণ হলেও সে থাকুক
অস্তিত্বহীনের বয়স বাড়ে না বন্ধু !