থেমে যায় নি এখনো
        অঞ্জনের সিগারেট হাতে গিটারের টান
থেমে যায় নি এখনো
        সুমনের মানবতাবাদী শব্দের খালি গলার ঝংকার
থেমে যায় নি এখনো
        নচিকেতার ভুল করে মনে পড়া কার্ল মার্ক্স

থেমে গিয়েছে
        সেই  কফি হাউজ
        সেই টি এস সি এর মোড়
        লেডিস হোস্টেলের সামনে মিথ্যে ঝটলা

অথচ থামতে না চেয়ে
        আমরা সেরে ফেলেছি বিয়েটা, বছর কুড়ি বিশ
        সিগারেট হাতে সংশোধনবাদের ঝগড়া ছেড়ে, আমরা সবাই আমলা
        ভাবছি মেয়েটার বিয়ে, মাস ছয়েক পড়ে

অথচ আমরা থামতে না চেয়ে
        থেমে যাবো ঠিকই একদিন
        থেমে গেলেই ভুলতে বসবে নিশ্চিত
        আমিও কিংবা আমরাও ছিলাম
        ঠিক তোমার কিংবা তোমার পাশের চেয়ারটায়
        যেমন আছো তুমি কিংবা তোমরা এখন ।