বসফরাস প্রনালী থেকে একটু দূরে
যখন জুদী পাহাড়ে নূহের নৌকা নোংগর করছিলো
তখন থেকে বোধ হয় আমি তোমাকে চিনি
সোনালী চুলের মেয়ে তুমি
যখন স্নান করছিলে
ভোলগা নদীর হিম শীতল সৌন্দর্যে
ঠিক তখন থেকে তোমায় জানি
আমি তোমাকে দেখেছিলাম
সুলতান সোলাইমানের অন্তঃপুরে
মৌর্য দরবারে রাজমাতা হিসেবে
সম্রাট শাহজাহানের মেহেরুননেসা হিসেবে
আমাকে তুমি দেখেছো অসংখ্যবার
মৌর্য দরবারে কুটিল কোটিল্যরূপে
সোলাইমানের একজন মন্ত্রীরূপে
মুরাদের মন্ত্রনাদাতারূপে
অথচ তুমি চিনো নাও নি একটি বারো
আমাকে তুমি শুনেছো অসংখ্যবার
চন্দ্রগুপ্তের কন্ঠে, সোলাইমানের আক্ষেপে অথবা শাহজাহানের হতাশায়
শূনলেই চিনতে হয় না বন্ধু
সব কিছু চেনা বারণ