আমাদের দেখা হবে না বহুকাল
আমাদের কথা হবে না বহুকাল
আমাদের কোন কিছুই আর করা হবে না এক সাথে বহুকাল
কালের নিয়মে
সময়ের পঙ্কিলতায়
সৃষ্টির অমোঘ নিয়মে
ব্যক্তি স্বধিনতা, অথবা নারী স্বাধিনতার
সাথে এক্টুখানি সংখ্যার মরপ্যাচে
অনেক ধাধার না খোজা উত্তরে
তুমি বাচবে বহুকাল
আর আমি ?
স্মিতের ঘোরে হারিয়ে গিয়ে
একটুখানি ফিজিওক্রাট দ্রোহকে আলিঙ্গন করে
কেইনসিয়ান রাগকে তুড়ি দিয়ে উড়িয়ে
নব্য মার্ক্সবাদিদের চোখ এড়িয়ে
খুজবো নতুন এক তত্ত্বকে
পথভ্রষ্ট হবো জন মিল এর ব্যক্তিস্বাধনতার কাছে কিংবা
লুডভিগ ভিটগেনস্টাইনের দুর্বোধ্যতায়
ভালো থেকো প্রিয়
অন্তত যতটা ভালো থাকলে
ঠিক তারার মত তোমার কাছ থেকে হারিয়ে যাওয়া মানুষগুলি
নিশ্চিন্ত থাকতে পারে।