তোমার উপমা তুমি
আলী আমজাদ আল আজাদ।
চাঁদ নয় " ফুল নয় '
তোমার তুলনা শুধুই তুমি।।
কোন দেশের নায়িকা নয় '
কোন রূপ সুন্দরী নয়।।
তোমার জাদুর ছোয়া সবার চাইতে আলাদা।।
স্বপ্নে আসা লজ্জাহীন পরী নয়।
তুমি মানুষের মত আমার কাছে।
মানবতার শিখরিণী তুমি রাণী '।
মানবী তুমি পৃথিবীর সিংহাসন বিহীন রাজ্যের।
চাঁদের তো নিজের কিছু নেই ''
তোমার কাছে অনেক আছে ভালবাসা।
আছে প্রেম "
আছে জীবনে বেচে থাকার অঙ্গীকার।
তুমি স্বপ্নের পরীর মতো হবে কেন?
সে তো স্বপ্নকে করে দেয় ব্যার্থ।
নষ্ট করে দেয় বাস্তবতাকে ''
তুমি তো জীবনে আলোর খেলা।
তুমি বাস্তবতাকে চেনালে আপন হাতে।।
তুমি তো তোমার মতো "
অন্য কারো সাথে তুলনা দেওয়ার প্রয়োজন কি???
প্রয়োজন আছে কি উপমার??
তুমি আমার বাস্তবতাকে করেছ সুন্দর '
আলোর মাঝে তুমিই শ্রেষ্ঠ "
তুমি স্বপ্নে দেখা পরী হতে যেওনা '
তুমি মানবী হয়ে এ জীবনে এসো '
তুমি এসো আপন স্বাধীনতা নিয়ে
যেমন করে পাখিরা ডানা মেলে আকাশে '
কোন প্রয়োজন নেই মেশিনের '
বা লাগেনা কোন কৃত্তিম পাখা।
তারা আপন আকাশে ওরে।
আপন সুখ ভোগ করে।।
তুমি ওরে চল সাদা বকের মত '
উত্তরের ভিটার সেই চিলের মতো '
ধান শালিকের মত "
চারদিকে ফসলের মাঠ " ।
যেমন করে পাখি গুলো ওরে চলে।।
স্বাধীনতায় কোন বাধা যেন না আসে।
না লাগে যেন কয়েদীর শিকল '
নদীর বুকে ছুটে চলা মাছরাঙ্গা '
সাদা পালকে যে বক ওড়ে চলে।
তুমি তাদের মত স্বাধীনতা গ্রহন কর।।
গ্রহন কর মুক্ত ভালবাসা ''''
সবুজের বুকে ওড়ে চলা কপোত কপোতীর মতো "
তোমার প্রেম হোক শান্তির পালকে ঢাকা।