শীতের সকাল
আলী আমজাদ আল আজাদ
কুয়াশায় ঘেরা শীতের সকাল আকাশে সূর্য ঢাকা,
চাদরে মোড়ানো লোকেরা সবাই শীতের আমেজে জাঁকা।
ভোরের সকালে পাখিরা উড়িছে কিচিরমিচির ডেকে,
নীড়েরও মায়া ছেড়েছে তাহারা কোন অজানার দিকে।
খেঁজুর গাছের রসের হাঁড়িটি এখনো ঝুলছে গাছে,
নামাবে কখন দাঁড়িয়ে সবাই সদ্য রসের পাছে।
খেঁজুর রসের গরম পিঠেতে শীতের পরশ পাই,
চুলার পাশেতে আগুন পোহালে পালিয়ে শীত যে যাই।
অনেকে এখনো ঘুমিয়ে রয়েছে লেপের মোড়ান তলে,
শীতের সকালে আরামের ঘোরে ঘুমের নেশার ছলে।
মায়েরা ব্যস্ত নাড়ু ও মুড়িতে বানাতে খাবার শীতে,
গরম চায়ের কাপেতে চুমুকে ব্যস্ত সবাই গীতে।
কিষাণ যায় যে গরু নিয়ে মাঠে শীত উপেক্ষা করে,
অন্ন যোগাড়ে গরিব মানুষ শীতের কিবা যে ডরে।