ঈমান অমূল্য ধন
আলী আমজাদ আল আজাদ
ঈমান অমূল্য ধন, করিও যতন,
দেহেতে মাথা যেমন, তাহারি মতন।
ঈমান হীন জীবন, নাই কোন দাম,
দেখেনা কিছুই প্রভু, দেখে যে ঈমান।
সাদা কালো লম্বা বেঁটে পঙ্গু প্রতিবন্ধি,
ঈমানের সাথে যদি, না থাকে সন্ধি-
কুৎসিত-সুশ্রী যতই হোক সুদর্শন,
কীট-পতঙ্গ পশু হতেও হীন সে জন