হাশর ময়দান
আলী আমজাদ আল আজাদ
এ কথা শুনেছিলে তুমি, যে কথা বলেছিল আল্লাহ মহান;
এক শাস্তির স্রোত ভেসে আসবে ওইদিন হাশর ময়দান।
যেদিন তুমি প্রত্যেক্ষ্ করবে যা করেছো সম্মুখে প্রেরণ;
তার ন্যায্য প্রতিদানও পাবে ওইদিন অবিনশ্বর জাহান ।
চিরন্তরন হয়ে থাকবে এ পৃথিবীর সব সাধনা;
ওহে হও যদি ঈমানদার দুর হবে সব বেদনা।
ওইদিন আল্লাহ হবে বজ্র কঠিন হও যদি বেঈমান
করবে হায় আফসোস! যদি হতে মাটির মতন।
এ সর্তক শুনেও যদি আপনাকে না বদলাও বিশ্বে
তুমি অগ্নি দহনে প্রজ্জ্বলিত হবে কঠিন দীর্ঘশ্বাসে ।
যে দিবস চির সত্য তার ভয়ে যদি হও অগ্রসর;
তবেই পাবে সাফল্যের ঠিকানা আল্লাহ’র দরবার।
এ কথা শুনেছিলে তুমি, যে কথা বলেছিল আল্লাহ মহান;
এক শাস্তির স্রোত ভেসে আসবে ওইদিন হাশর ময়দান।