চোখ
আলী আমজাদ আল আজাদ
তোমার চোখ বড় মায়াবী চমত্কার !
আঁখির তারা দুটি যেন হুতম পেঁচার
ঐ চোখে দেখিতাম সদা রবির কিরণ
পূর্ণতা সোহাগী প্রেমাকর্ষণ ।
চোখ নয় যেন দুটি শুক তারা
পলকে পলকে হয়ে যাই দিশহারা ;
ভ্রু দুটি কৃষ্ণ গোলাপের পাপড়ি
মন কেড়ে নেয় দিবা শর্বরী ।
আঁখির কৃষ্ণ পত্র তোমার
অভ্রে কাজল মেঘের যেন দ্বার ;
নহে ছোট নহে ডাগর
দৃষ্টি যেন সুখ গহবর ।
হেরিলে কেহ ফেরে না তো দৃষ্টি
জীবন ভর দেখিতে হয় মোহ সৃষ্টি ;
তোমার এ চোখ স্রষ্টার প্রেমে গড়া
তাই প্রেম প্রীতি সোহাগে ভরা ।
ভাবিনি কভু আড়ালে রহিছে তার
স্বার্থপর মাউন্ট এভারেস্ট পাহাড় ;
অহমিকা তার প্রশান্তের ন্যায়
করেছে মোরে যত রকম হেয় ।
ঐ চোখে লুকিয়ে এতই যাতনা
ছিলনা তো কভু মোর কল্পনা ;
ছলনাময়ী চোখ কেড়ে নিছে মোর সবি
আমি হেরিছিলাম তার বাহ্যিক ছবি ।