বন্ধু মানে
আলী আমজাদ আল আজাদ
বন্ধু মানে- সুখ-দুঃখের সাথী, বিপদে সহায়ক,
বন্ধু মানে- পরিচিতজন সুসম্পর্কের এক মাইলফলক।
বন্ধু মানে- দু’জন দু’জনকে নতুন করে আবিষ্কার,
বন্ধু মানে- অহেতুক পাগলামী এক সীমাহীন অধিকার।
বন্ধু মানে- অবিরাম সঙ্গ দেওয়া সাগরের নীল ঢেউ,
বন্ধু মানে- অন্তরস্থলে বেঁধে রাখা অন্তহীন কাছে থাকা কেউ।
বন্ধু মানে- সুখ-দুঃখের ভাগাভাগি এক অনন্য বাঁধন,
বন্ধু মানে- একসুত্রে গাঁথা অন্তরযামী একই প্রাণের স্পন্দন।
বন্ধু মানে- সার্থহীন আত্মত্যাগ অসীম অধরনীয়,
বন্ধু মানে- সৎ চরিত্রবান আল্লাহ-ভিতু এক অবিস্মরনীয়।
বন্ধু মানে- বিশ্বাস আস্থা-ভাজন এক অনুপ্রেরণা,
বন্ধু মানে- আত্মার আত্মিয় প্রান্তহীন এক শ্রদ্ধেয় সন্মাননা।
বন্ধু মানে- প্রীতি, শ্রদ্ধা-ভাজন এক অনুপম স্থাপন,
বন্ধু মানে- সম্পর্কের এক সূতায়-গাঁথা প্রান্ত নিবিড় সংগোপন।
বন্ধু মানে- অভিন্ন রাগা-রাগি হালকা এক অভিমান,
বন্ধু মানে- অন্তহীন প্রিয়জন সৎপথের এক মুক্তির সোপান।
বন্ধু মানে- ভালোবাসার অবিচ্ছেদ্য এক আবেগ প্রবন,
বন্ধু মানে- উভয় আত্মার প্রাণপন প্রতিজ্ঞা এক অনন্য আবরণ।
বন্ধু মানে- হৃদয়-ডোরে বেঁধে রাখা অসমাপ্ত এক স্রোতধারা,
বন্ধু মানে- চিরদিন মনে রাখার অভিনব এক প্রান্তহীন হাতধরা।