ফ্রেব্রুয়ারীর শুরুতে শুরু হয় চারিদিকে তীব্র আন্দোলন
করতে হবে সর্বত্র বাংলার প্রচলন,
সভা, সেমিনার,কলাম আর কবিতার আসরে
সোচ্চার সবাই এক অভিসন্ধিতে।
গোলটেবিল বক্তৃতায় বক্তার ক্ষুরধার বক্তব্য
কলম সৈনিকের কলামে তথ্য উপাত্তে তীক্ষ্ণ মন্তব্য
টিভির আলোচনায় নিবিষ্ট চিত্তে খোঁজা দোষটি কার?
জাতীয় পত্রিকায় সম্পাদকীয় লেখা বারম্বার ।
আমি জোরসে আওয়াজ তুলি দোষটি তার
সে বলে কোনভাবেই নয় দোষটি আমার,
বিজ্ঞাপন ফলক কিংবা দাপ্তরিক চিঠি
সর্বত্রই আজ অতি ইংরেজী প্রীতি।
সারা মাস জুড়ে চলে তীব্র আন্দোলন
করতে হবে সর্বত্র বাংলার প্রচলন
মাসান্তে প্রাপ্তির হিসাবে নেই ন্যুনতম অগ্রগতি
যতই করি আমরা ভাষার রাজনীতি।
আদালতের নির্দেশ কিংবা আইনের প্রয়োগ
ভাষার প্রসারে কার্যত হয় নি তেমন যোগ,
সর্বত্র বাংলা প্রচলনে সর্বাগে অতীব প্রয়োজন
দেশপ্রেম কিংবা সর্বোচ্চ মানসিকতার পরিবর্তন।