এত উপদেশ বাণী,এত অসংলগ্ন কথা,এত নীতিহীন বচন
প্রয়োজনে অপ্রয়োজনে যে যার মত করে উচ্চারণ
যে বলার অধিকার রাখে সেও বিতরণ করে অকাতরে
যে অধিকার রাখে না সে আরও জোরসে আওয়াজ তোলে।
কথার পসরা সাজিয়ে বসেন ঐ সব কথক বাচালের দল
প্রাপ্তির বিনিময়ে বিক্রি করেন তারা বিকৃত সুবচন
স্তুতি বাক্য বর্ষণে যদি আনা যায় জীবনের পরিবর্তন
তবে ক্ষতি কী প্রকাশ্যে বা আড়ালে নেতার পদলেহন?
প্রতিবেশের উপযোজনে উপযোগী সেই সব দলান্ধ মোসাহেবি
মিথ্যাশ্রয়ী শ্লোকের ধ্বজাধারী দলদাস প্রজাতির উপজাতি
জীবন জীবিকার একমাত্র আরাধ্য তাদের অপরাজনীতির ধারা
আমি তাহাদের কথা বলছি,তাহারা আর কেউ নন,
তথাকথিত রাজনীতিক ছাড়া।