2nd January 2025
আচ্ছা, আপনার তো এত বড় বাগান,
আমাকে একটি ফুল দিতে পারেন?
ফুল নয়, আসলে আমি চাই
একটি স্পর্শ, যা সময়ের চেয়েও চিরকালীন।
আপনার বাগানে কি কোনো ফুল আছে,
যার পাপড়িতে লেখা থাকে হারিয়ে যাওয়া দিনের গল্প?
যা ধুলোমাখা পথে পড়ে থেকেও
রেখে যায় জীবনের নিঃশব্দ পাঠ?
আমি চাই সেই ফুল,
যার গন্ধে মিশে থাকে ভাঙা স্বপ্নের আলো,
যা ঝরে পড়ার আগে বলে যায়—
বিলীন হয়ে যাওয়াই আসল রূপান্তর।
আপনার বাগানে কি আছে এমন কিছু,
যা শুধু সাজায় না,
বরং শিখিয়ে যায় বিসর্জনের মহিমা?
যা বলে, হারানোর মাঝেই আছে পাওয়ার জয়গান?
আচ্ছা, আপনার তো এত বড় বাগান,
আমাকে একটি তেমন ফুল দিতে পারেন?
যা অমরত্বের লোভ দেখায় না,
বরং শেখায় ক্ষণস্থায়ীতার মাঝে চিরন্তনকে খুঁজতে।