11th October 2024

ভেবেছিলাম, এ বারে নতুন শুরু হবে,
বলো কীভাবে, কাকে বেছে নেবো,
স্বপ্ন সাজিয়ে আমরা দাঁড়ালাম নগ্ন হয়ে,
হাতে গোনা ক'টা রঙিন প্রতিশ্রুতির আড়ালে,
জীবন কি আদৌ পাল্টায়?

মুখগুলো বদলায়, কথাগুলো বদলায়,
কিন্তু আমাদের দিন কি বদলায়?
মাটির নিচে যে শিকড়
তার পেছনে কেবল শূন্যতা,
বৃষ্টির জলে ভিজেও ফোটে না নতুন ফুল।
আমাদের স্বপ্ন রঙিন করে যে ছবি আঁকা হয়েছিল,
তার রং ধুয়ে গেছে সময়ের স্রোতে।

আমরা নগ্ন হয়েছি বার বার,
হৃদয় উজাড় করে দিয়েছি যা কিছু ছিল,
এখানে নতুন কিছু নেই, নেই কোনো মুক্তি।
আমাদের নগ্নতায় লজ্জা পায় না কেউ,
ভাঙা ঘরে আজও খসে পড়ে দেয়াল।
পড়ে থাকে শুধু ভাঙা স্বপ্নের খণ্ড।
ফিরে ফিরে আসে পুরোনো ছায়া, নতুন নামে।

রঙিন কাঁচ, চূর্ণ হওয়া পাথর,
নগ্নতার প্রতিমূর্তি এখন যত্নে রাখা,
শাসকের গলায় গাঁথা মুকুট হয়ে।

তারাও তো এসেছিল স্বপ্নের সিঁড়ি বেয়ে,
আমাদের মতো তারাও চেয়েছিল নতুন কিছু,
দায়িত্ব ভারে মাথা নুয়ে গেছে,
পথ হারিয়েছে চেনা আলো, হারিয়েছে সেই সূচনা।

আমরাও কি জানি আমাদের পথ?
স্রোতের সঙ্গে মিশে গেছে পরিবর্তনের আশা,
কেউ দেখে না, কেউ শোনে না, আমরাও শুনি না আর।

স্রেফ অপেক্ষা, অপেক্ষা আর আরেকটা প্রতিশ্রুতির,
নতুন নামে সেই পুরনো ছায়ার প্রত্যাবর্তন।
আমাদের নগ্নতা ঢেকে রাখে কিছুই না,
শুধু দায়িত্বহীনতার পোশাক,
আর ভাঙা স্বপ্নের করুণ দৃশ্য।

তবু, আমরা দাঁড়াই, আবার নগ্ন হই,
হয়তো এবার, হয়তো পরেরবার,
আমাদের শিকড়ে ফুটবে একদিন নতুন ফুল,
আমাদের আবর্জনার ভিড়ে উঠবে শুদ্ধতার কুঁড়ি,
কেবল সেই দিনের অপেক্ষায়...