কর্মস্থলে প্রতিটা দিন কাটে ব্যস্ততায়
সবার সাথে হাসিমুখে কথা বলতে হয়
কিন্তু কেউ জানে না কেমন আছি আমি
ভেতরের খবরটা জানেন শুধু অন্তর্যামী।
কাজ শেষে ক্লান্ত শরীরে ঘরে ফিরে
একরাশ একাকীত্ব চেপে ধরে
এত লোকের ভিড়ে আমি কিন্তু একাকী
এটাই সত্য, বাকীটা কেবল মেকি!
চারিদিক সুনসান হওয়ার পর
তুমি এসে দাড়াও মস্তিস্কের ভেতর
কখন যে আমি চলে যাই সেখানে
সময় কেটেছে আমাদের যেখানে
দিনের পর দিন মাসের পর মাস
এক হতে পারিনি আমরা শেষমেষ!
কেনো দু’জন দুদিকে গেলাম চলে
কার দোষে নাকি কারও ভুলে-
এখনও সেই প্রশ্নের উত্তর খুঁজি নিয়ত
তুমিও কি তাই করো আমারি মত?