রাজনীতি একদা ছিল রাজার যেমন নীতি
রাজনীতিতে এখন রাজ আছে ঢুকে গেছে যত কূনীতি
রাজনীতি তাই সরকারী দল ভাবে দেশটা কেবল আমার
রাজনীতিতে বিপক্ষরা এখনি স্বাধ পেতে চায় ক্ষমতার
রাজনীতি হলো বিনা পুঁজিতে দ্রুত লাভজনক ব্যবসা
রাজনীতি করে গরীব ঠকিয়ে রাষ্ট্রের টাকা লুঠ করা
রাজনীতি হলো ধনন্তরী অষুধ যখন সব চেষ্টার হয় শেষ
রাজনীতির মানে সত্যের নিকুচি করে মিথ্যার চাষবাস!
রাজনীতিতে নতুন ট্রেন্ড সব ঠেঙিয়ে বিনাভোটে একক প্রার্থী
রাজনৈতিক প্রতিবাদীদের অপরহণ গুম বা জেলখানা ভর্তি
রাজনীতির প্রতিশব্দ হরতাল গুলি বোমা আগুণ লাঠিপেটা
রাজনৈতিক ভিন্নতার কারনে চাকরি পাবেনা জুটবেনা ভিক্ষা
রাজনীতি নেই কোথায়- ব্যবসা সমাজ বিয়েশাদি সর্বত্র
রাজনীতি এখন সরকারী চাকুরী খাওয়ার অযুহাত মাত্র
রাজনীতি দমনের নামে পুলিশের বাড়াবাড়ি যথেচ্চাচার
রাজনীতির খুন করেও সরকার পার্টি পেয়ে যায় পার!
রাজনীতিতে ভিন দল করলে মিথ্যা মামলায় হয়রান
রাজনীতির গুলিতে আহত মায়ের পেটে অনাগত সন্তান
রাজনীতি করে বিরোধীদের গ্যারান্টি নাই স্বাভাবিক মৃত্যূর
রাজনৈতিক গুমে স্বজনরা হয়ত খোঁজ পাবেনা লাশের
রাজনৈতিক লাশে লাল হয় শীতলক্ষা বুড়িগঙা মেঘনা
রাজনীতির নামে জানাযা বন্ধ গোরস্তানে যায়গা মেলেনা
রাজনৈতিক মামলা খেয়ে জমি জিরাত বিক্রি অর্থনাশ
রাজনীতির কারনে ঘর থাকতেও জঙ্গলে বসবাস।
রাজনীতিতে আজকাল জনগনের ভোট লাগেনা
রাজনীতিকরা তাই পাবলিকের মতামতের পরোয়া করেনা
রাজনীতিতে কায়েম হয়েছে পুলিশ র্যাব দিয়ে ইচ্ছেতন্ত্র
রাজনীতির নামে ক্ষমতায় যেতে চুলোয় পাঠাচ্ছে গণতন্ত্র
রাজনীতির করে লাখ টাকার কাজ কোটিতে করার ইচ্ছা
রাজনীতির বয়ান গণতন্ত্রের আগে ফাঁপানো উন্নয়নের কেসসা
রাজনৈতিক বিবাদে মহল্লায় মারামারি মানুষ এলাকাছাড়া
রাজনীতি মানে কি দুর্নীতি টেন্ডারবাজি চাঁদাবাজি লুটপাট করা?
রাজনীতির ধুয়া তুলে দুর্নীতি করা সরকারের অধিকার
রাজনৈতিক কারনে নয়-ছয় করবে রাষ্ট্রীয় কোষাগার
রাজনীতির বলে সরকারী দলের মন্ত্রী নেতাদের মস্তানি
রাজনৈতিক কর্মীর হাতে সরকারী কর্মকর্তার হেনস্তা হয়রানি
রাজনীতির অযুহাতে সাত খুন নয়, চৌদ্দ খুনের লাইসেন্স পান
রাজনীতির কথা বলে গ্যাস বিদ্যুতের দাম অযৌক্তিক বাড়ান
রাজনৈতিক সরকার আদালতেকে বাধ্য করে চাহিদামত রায়
রাজনীতিতে রায় অপছন্দ হলে নিজেরাই চিফ জাস্টিস পিটায়!
রাজনীতি শব্দটা এখন ভদ্রলোকদের কাছে প্রায় নিষিদ্ধ
রাজনীতি পলিটিক্স হাল ফ্যাশনে গালির বিকল্প শব্দ
রাজনীতি করা নেতাদের মানুষ একদা ভাবত মহান
রাজনৈতিক নেতা অনেকের দশা এখন ঘৃনিত দানব সমান
রাজনীতিকে তিলে তিলে ধংস করেছে রাজনীতিকরাই
রাজনীতির অপমৃত্যু হলে একদা ভুগবে বেশি তারাই
রাজনীতি হায়! একদা ছিলে তুমি শ্রেষ্ঠ কত মহান
রাজনীতি নিজেই নিজেরে করিছে নিত্য অপমান।।
৳