নবুয়তের একাদশ বর্ষে সাতাশ রজবের রাত
মহান আল্লাহ মক্কায় প্রেরণ করেন বিশেষ দূত
ইয়া পেয়ারা হাবীব, আমার দিদারে স্বাগতম
জিবরাইল কা’বার প্রাঙ্গণে রাসুলকে নিয়ে যান
রুহ্ মোবারক ধৌত করে প্রবেশ করান ঈমান হিকমত
মহা পরিভ্রমনের জন্য করা হয় মহানবীকে প্রস্তুত
বিশেষ স্বর্গীয় বাহন বোরাকে চড়ে
আলো বাতাসের গতি ভেদ করে
আট’শ মাইল দূরে মসজিদুল আকসায় ইসরা সফর
আল্লাহ নিজেই সাক্ষ্য দেন মহাভ্রমনে কুদরত দেখানোর।
বায়তুল মোকাদ্দাসে সকল নবী রাসুলদের সম্বর্ধনায়
ইমাম হয়ে আম্বিয়া ফিরিশতা নিয়ে সালাত আদায়
শুরু হলো মিরাজের যাত্রা উর্ধাকাশে
প্রথম আসমানে সালাম দিলেন বাবা আদম সকাশে
ডানে নেককার বামে পাপীদের রুহু দর্শন
দ্বিতীয় আকাশে নবী ইয়াহ্ইয়া এবং ঈসা ইবনে মরিয়ম
তৃতীয় আসমানে ইউসুফ নবীর সাথে সালাম বিনিময়
চতুর্থ আসমানে সশরীরে ছিলেন নবী ইদ্রিস
পঞ্চম আসমানে মুসা ভ্রাতা হারুন ছিলেন
মুসা কলিমুল্লাহ্ ষষ্ঠ আসমানে কথা বলেন
সপ্তম আকাশে মুসলমানদের পিতা ইব্রাহিম
মারহাবা মুবারক বলে সকলের সম্ভাষণ!
অতঃপর সিদরাতুল মুনতাহা বায়তুল মা’মুর পরিদর্শন
আরশে আযীমে পৌছে মহান আল্লাহ দীদার লাভ
স্বয়ং আল্লাহ’তাআলা সম্ভাষণ বলেন একশ’ বার
দু’টি ধনুকের চেয়েও নিকটবর্তী হয়ে বসেছিলেন
আল্লাহর কথা শুনেছেন তাঁর পেয়ারা হাবীব
দেখেছেন জান্নাত জাহান্নাম পরকাল
জানানো হয় হাউজে কাওসার দানের সংবাদ
উম্মতদের জন্য পেলেন পঞ্চাশ ওয়াক্ত সালাত
সালাতকে তাই বলা হয় মিরাজুল মু’মীনিন;
ফিরতি পথে মুসা নবী সব শুনে বললেন
পঞ্চাশ ওয়াক্ত উম্মতের জন্য বড়ই কঠিন
মোট দশ বার দয়াল নবী আল্লাহর কাছে যান
কমিয়ে আনেন পাঁচ ওয়াক্ত ফরজ সালাতে,
তবে ঠিকঠাক আদায় করে পঞ্চাশের সওয়াব পাবে!
বৈরী পরিবেশে প্রায় একযুগ ধর্ম প্রচার করে
পত্নী বিয়োগ চাচা আবুতালিবের মৃত্যুর পরে
নানা বিপর্যয়ে ভারাক্রান্ত মহানবী যখন
তখনই মহান আল্লাহ দর্শনের আহবান
নূরের তৈরী নবীজী আলোর চেয়েও দ্রুত গতিতে
পলকের সাথে পৌছে গেলেন পরবর্তী গন্তব্যে
সাতাশ বছরের পরিভ্রমন শেষ করে যখন ফিরেন
অথচ সেই রাত পার হয়নি দুনিয়ায় তখন
চৌদ্দশ বছর পরে বিজ্ঞানে আইনস্টাইন প্রমান দেয়
আলোর সমান গতিবেগে চললে সময় স্থির হয়ে যায়
গতির সাথে সময় ও স্থানের সঙ্কোচনের এ তত্ত্ব
আল্লাহ অসীম কুদরতে আছে মানুষের জন্য শিক্ষা!
কুরাইশরা বিশ্বাস করেনি মিরাজের মোজেজা
নানাবিধ প্রশ্নবাণে চ্যালেঞ্জ জানায় নবীকে
বায়তুল মোকাদ্দাসের কয়টা সিড়ি দরজা জানালা
অসীম কুদরতে আল্লাহ সামনে তুলে ধরেন মুকাদ্দাস
যেখানে আগে কখনও না গিয়েও সঠিক বর্ণনা করে
প্রমান করে দিলেন মেরাজ ভ্রমন সত্যই ঘটেছিল!