স্বাধীনতা কি কারো দয়ায় পাওয়া
নাকি কোনো সেকেন্ডারী বাইপ্রোডাক্ট
তাহলে কোথায় গেলো এক নদী রক্ত
লাখ লাখ শহীদের আত্মত্যাগ সম্ভ্রম?
শুরু থেকেই চলছে দেশ দখলের চক্রান্ত
পিন্ডি থেকে দিল্লিতে নেয়ার কুচেষ্টা
এখনও হুমকি আসে বানাবে নাকি প্রদেশ
আমরা কি মরে গেছি সতের কোটি মানুষ?
সাতচল্লিশ বছরেও কি হতে পেরেছি পূর্ন স্বাধীন
এখন মানুষ পূর্ন অধিকার হারা- মুক্তি চায়
ক্ষমতার প্রতিযোগিতা কলুষিত রাজনীতি
নষ্ট করেছে দেশের হাড় মজ্জা রক্ত চরিত্র!
পৃথিবীর কোথায় আছে স্বাধীনের পরও এত গোলমাল
অমুক দেশের এজেন্ট তমুক দেশের চর বলে ক্যাচাল
অবৈধ ক্ষমতা রাখতে নিজ নাগরিক খুন করে রাষ্ট্র
দুর্নীতি লুটপাটের মহোৎসব আর হিসাবের ছিনাজুড়ি?
এসবের জন্য হয়নি যুদ্ধ সংগ্রাম এত আত্মত্যাগ
মরিনি আমরা চৌত্রিশ কোটি হাত রয়েছি এখনও
একটা ধাক্কা দিয়ে রাজনীতি দুর্নীতির দুষ্টচক্র ভেঙে দিই
একযোগে চিৎকার করে উঠি- আমরা বিকলাঙ্গ স্বাধীন নই।