নিদাহাস ট্রফির সেমিফাইনাল খেলা
সমানে সমান লড়ছে বাংলাদেশ শ্রীলংকা
নিজেদের মাঠে লংকা করেছে এক’শ উনষাট
জিততে হলে বাংলাদেশের চাই ১২০ বলে এক’শ ষাট
লড়াই চলছে লাস্ট ওভারে বাংলাদেশের বারো দরকার
এসময় একে একে ঘটতে থাকে নাটকীয় কারবার।
ক্রিজে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মোস্তাফিজ খেলছে
শ্রিলংকার ইসুর উদ্যান রিয়াদকে বল করে মাথার ওপর দিয়ে
পর পর দুটি নো’বল আম্পায়ার না দেয়ায় আপত্তি করে রিয়াদ
ভিডিও ফুটেজ বলছে, আসলেই নো বল- একযোগে সবার প্রতিবাদ
উল্টো নো’বলে রান আউট করে দেন মোস্তাফিজকে
বুঝতে কষ্ট হয়না রেফারিরা দায়িত্ব নিয়েছে লংকা জেতাতে
দুই ব্যাটসম্যান জোরালো প্রতিবাদ- খেলতে অস্বীকার
‘উঠে আয়’- মাঠের বাইরে থেকে ক্যাপ্টেন সাকিবের চিৎকার
খেলা বন্ধ, দৌড়োদৌড়ি, হৈ চৈ নাটক চলে কিছুক্ষণ
কোচ ওয়ালশ বিসিবি অফিসিয়ালস এসে খেলা চালু করেন।
এবার ৪ বলে আমাদের ১২ রান দরকার
আগেই দু’বল খেয়েছে কানা আস্পায়ার
নিজেদের মাঠ লংকানরা ভাবে প্রায় জিতে গেছি
মাঠ জুড়ে হলুদ পতাকায় হৈ চৈ চেচামেচি
ওভারের থার্ড বল রিয়াদ হাকায় বাউন্ডারি
পরের বলে রুবেলকে সঙ্গে নিয়ে ডাবল রান করি
এবার দুই বলে করতে হবে ছয়
পরের বলে রিয়াদ স্কয়ার লেগের উপর দিয়ে আকাশে পাঠায়
বিশাল ছক্কা - এক বল বাকী থাকতেই লংকা বিজয়
নাগিন নাচ নিয়ে বাংলাদেশ সৃষ্টি করে নতুন বিস্ময়!
আইসিসি টুইট করে- চার বলে ১২ দরকার?
কোনো সমস্যা নেই- আছে ব্যাট মাহমুদউল্লাহর
এই ১২ রান সে ৩ বলেই নিয়ে নিল
আর এতেই বাংলাদেশ ফাইনালে উঠে গেলো
সাবাশ বাংলাদেশ
লায়নদের হারিয়ে সাবাশ টাইগার সাবাশ।।
----------------------------------
মুভি: ইউটিউব