ঈশাণ কোনের ঐ ভীষণ কালো মেঘ
কালবৈশাখির হঠাৎ দমকা বেগ
তোমরা কি এতকাল শুনতে পাওনি
নিপিড়িত ক্লান্ত জনতার আহবান
তোমাদের প্রতীক্ষায় সেই কবে থেকে
প্রহর গুণছে কোটি মানুষেরা ডেকে
কান পেতে শোনো ঘরে ঘরে রোনাজার
জ্বালো জ্বালো- গগন বিদারী চিৎকার।।
ছুটে আসো উল্কার বেগে তান্ডব হয়ে
নিয়ে যাও জরা ব্যাধি সব উড়িয়ে
আছে যত অনাসৃষ্টি যত অত্যাচার
অনেক হয়েছে, ধংস করো এবার
শান্ত করো যত আছে তপ্ত প্রাণ আজ
ধুয়ে মুছে সাফ করো নগর সমাজ।।