প্রতি বার যখন ফিরে আসে আটই ফাল্গুন
বার বার ফিরে আসে দুঃখিনী বর্ণমালার গান
ভাষা শহীদের দিনটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা
তারপরেও এদেশে সবচেয়ে অবহেলিত বাংলা ভাষা!
প্রধান বিচারপতির তিন লাইন বাংলায় দশটা ভুল
নানা হাত ঘুরে তাতে রাষ্ট্রপতির অনুমোদিত সিল
তখন মায়ের ভাষা ধর্ষিত হয় অপমানে মুখ লুকায়
একটা ভাষা কতটা দুঃখিনী হলে এমন দুর্যোগ হয়!
যে হারে অশুদ্ধ বাংলা চর্চা হয় সরকারী অফিসে
বাংলিশের দৌরাত্ম চলে বেতার সামাজিক মাধ্যমে
পয়ষট্টি বছরেও জাতি শিখলনা মাতৃভাষার কদর
এ দায় অন্য কারো নয়, কেবল নিজেদের।
ভাষার মাসে আমার ভাইয়ের রক্তে রাঙানো গেয়ে
কি লাভ হয় ওসব প্রভাত ফেরি করে ফুল টুল দিয়ে
পারলে আগে শুদ্ধ বাংলা শেখান সরকারের মাথাদের
নইলে অযথা একুশে ফেব্রুয়ারি পালনের কি দরকার?