আমরা কুকুর বেড়াল বন্যও হই
আবার মানুষের সাথে থেকে হই গৃহপালিত
রাস্তার কুকুর হলে জোটে লাঠিপিটা মৃত্যু গাড়ি চাপায়
পথের বেড়ালের খাবার জোটাতে শীত গ্রীস্মে কষ্ট বেজায়
ঘুমের জন্য একটু নিরিবিলি যায়গার বড় অভাব
ঘরে যখন থাকি আমরা কি ক্ষতি করি
কিংবা কারো খাবারে মুখ দিই?
দেশি বিড়াল কুকুরকে লাঠির ওপরে রাখা হলেও
বিলাতে পশ্চিমে আমাদের অবস্থা বেজায় ভালো
ঘরে কারো যায়গা হলে তো মহারাজের জীবন
খাওয়া থাকা ডাক্তার অষুধ এমনকি কোল থেকে বিছানা!
কুকুর বিশ্বাসী প্রাণী আর বেড়াল আদরপ্রিয়
তবে বরাবরই মানুষের বন্ধু উভয়ে
মনিবের জন্য কুকুররা সব করতে পারে
দেশীয়রা রাত জেগে পাহারা দেয় সঙ্গী হয় বিপদে বন্ধুর
বিদেশে বৃদ্ধ বয়সে যখন কেউ নেই একমাত্র সঙ্গী কুকুর
কমপ্যানিয়ন এ্যানিমেল হয়ে জটিল অসুস্থতায় পাশে থাকে
মানুষের জন্য কুকুরের প্রাণ দেয়ার বহু গল্প চারিদিকে।
বিড়াল পুষলে একাকীত্ব দূর করে মানুষের
অটিস্টিক শিশুদের চিকিৎসায় বিড়াল বেশ কার্যকর
বিড়ালের গরগর শব্দ স্নায়ুর উন্নতি করে
হাড়ের নানা অসুখ নিরাময় ব্যাথা ভালো করে
পেশি ও রগের সমস্যা দূর করতে সাহায্য করে
বিড়াল সঙ্গী হলে বাচ্চাদের সংক্রমণ সক্ষমতা বাড়ে
বিড়ালের জুড়ি নেই মুড ভালো রাখতে
ওরা সহায়ক হয় মানুষের মানসিক চাপ কমাতে
কোলেস্টেরল উচ্চ রক্তচাপ কমে দারুণভাবে
শরীরে অক্সিটোসিন নির্গত হয়ে বাড়ায় ভালোবাসা বিশ্বাসে!
কবি সাহিত্যকরা অনেকেই লিখেছেন কুকুর বিড়াল নিয়ে
সত্যেন্দ্রনাথ দত্তর কুকুর কামড় দিলেও তিনি দেননি পায়ে
জীবনানন্দ দাস সারাদিন বিড়ালের সঙ্গে ঘুরে-ফিরে দুনিয়া দেখেন
সুনীল’দার কুকুর পায়ের কাছে বসে থাকে মানুষের ভেতরের কুকুর দেখতে
বঙ্কিম চন্দ্র মার্জ্জারের চোখে দেখেছেন- খাওয়া পেলে কেউ চোর হয় না
নির্মলেন্দু গুণ জাপানে দেখেন প্রেমিক প্রেমিকা বিশ্বস্ততা শিখছে কুকুরের কাছে
আহসান হাবীবের স্যার ডলি কুকুরের বাদশাহী জন্মদিন পালন করে
হেমাঙ্গের অবসেশনে সব মানুষকেই দ্যাখে কুকুর হিসাবে
অভিশপ্ত কবি মহান র্যাবোর কাঙ্ক্ষিত নরকে ঢুকে পড়ে প্রিয় সারমেয়!
সকলের ধারণা পশ্চিমারাই বুঝি পশুপাখির সবচেয়ে সমঝার
আসলে চৌদ্দশ বছর আগেই ইসলাম ধর্ম এ নিয়ে অধিক সোচ্চার
আসহাবে কাহফের সাথে এক কুকুর ‘কিতমির’ কথা আছে কুরআনে
পশুপাখির হেফাজত অধিকার নিয়ে ব্যাপক নির্দেশ মহানবীর বয়ানে
ইসলাম বলে, পশুপাখি জীবজন্তু আল্লাহর অনন্য দান ও নিয়ামত
তাই এদের ক্ষতি না করার কড়া নির্দেশ
আল্লাহ বলেন, আদম সন্তানকে স্থলে জলে চলাচলের বাহন দিয়েছি
পাশ দিয়ে বিড়াল হেঁটে গেলে পানি এগিয়ে দিতেন নবীজি
এক পথিক জুতায় পানি এনে পিপাসার্ত কুকুরকে খাইয়ে ক্ষমা পান
বোখারি শরীফে আছে, প্রত্যেক প্রাণের মধ্যেই রয়েছে প্রতিদান
হালাল পশু জবাই করার সময় সদয় আচরণ দয়া প্রদর্শনের নির্দেশনা
হিংস্র পশুকে হত্যা করতে হলেও কষ্ট দিয়ে বা পুড়িয়ে মারা যাবে না
কয়েক সাহবী পাখির বাচ্চা ধরে আনলে পাখি বাবা-মার কান্না দেখে
বাচ্চাদের ফেরত দিতে হুকুম দিয়েছিলেন দয়াল নবী।
ওপরে যে এক মহান সৃষ্টিকর্তা
তিনি যেমন মানুষের তেমনি পশুপাখিদেরও পালনকর্তা
তোমাদের দিয়েছেন বুদ্ধি হেকমত ভাষা সভ্যতা
আমাদের তা দেন নাই- বলা হয় অবলা জীব আমরা
তবে আমাদেরও নিজস্ব একটা ভাষা আছে জানো না তোমরা
তোমাদের আছে লেখাপড়া কর্ম অর্থ বাজার কোর্ট কাচারি
সভ্য বলে তোমরা খাবার কিনে খাও, আর আমরা করি কামড়া কামড়ি
আমাদের জন্য বিধাতার বিধান তেমনি।
তোমরা মানুষ অনেকেই আঘাত করো পশুপাখি
ঘরবাড়ি ছাড়া করো আমাদের- আমরা করি কি?
আজ আমার ঘর ভাঙিয়াছে যে বা
কাল যে তাহার ঘর ভাঙিবে বিধাতা জানত কি তা
পশু হোক পাখি হোক কিংবা গৃহ কোনের চড়াই
ঘর ভেঙো না ওর, পারো যদি বানিয়ে দাও।
।