।
দুরারোগ্য ব্যাধিতে ভুগে
মৃত্যুবরণ করার কিছু আগে
তিনি বেশ সন্তোষ প্রকাশ করলেন
স্রষ্টাকে ধন্যবাদ দিলেন
কিন্তু কি ছিল এর কারণ
বললেন, আমি অনেক ভাগ্যবান
অনেক সময় পেয়েছিলাম
দোয়া দরুদ তওবা করে মাফ চাইলাম
সাধ্যমত সবি করতে পেরেছি
সন্তানদের গোছগাছ করে দিয়েছি
ক’জনার ভাগ্য হয় এমন
তিনি আমার ওপর অশেষ মেহেরবান!
আজ যদি কারো সময় হয় শেষ
রক্ষা করার কেউ কি আছে বিশেষ
যদি জানো মৃত্যু সন্নিকটে
দুঃখ করোনা বন্ধু তাতে,
প্লেনক্রাশে যার মৃত্যু হলো অন্তত তার চেয়ে ভালো
হার্ট এটাকে কিংবা রোড এক্সিডেন্টে চলে গেলো
যে বলে যেতে পারেনি শেষ কথা দুর্ভাগ্য তার
বিহিত করতে পারেনি ভুল ত্রুটি ক্ষমার
যেতে তো হবেই
এটা এড়াবার কোনো উপায় নেই
তার চেয়ে বলে কয়ে যেতে পারছে যে
নিঃসন্দেহে অনেক সৌভাগ্যবান সে।
অমুকের ক্যান্সার ধরা পড়েছে ফোর্থ স্টেজ
বন্ধুর ডায়বেটিক, সহকর্মীর ব্লাডপ্রেশার হার্ট ডিজিজ
আমার নেই কেনো- তবে কি আমি বিশেষ কেউ
না বন্ধু, তোমার এমন কোনো আলাদা যোগ্যতা নেই
অন্য কিছু নয়, কেবল অশেষ অনুগ্রহ পরম স্রষ্টার
বলো আলহামদুলিল্লাহ করো শোকরগুজার।।