পরন্ত বিকেলে-
মেঘনার তীরে ঘুরতে এসে
মনোহর সবুজ ঘাসের ডগায়
প্রেমময় দেহ ভঙ্গিমায় ছায়া ফেলে যেও,
আমি ফিরতি পথে
সেই ছায়ার স্পর্শ বুকের স্পন্দনে আলগোছে
তুলে নিয়ে যাবো-
নির্ঘুম রাতের জন্য।
তুমি সুগভীর চোখে তাকিয়ে থেকো,
দাঁড়িয়ে থেকো নদী তীরের সেই-
কৃষ্ণচূড়া গাছের ছায়ায়, একা,
আমি সবুজ মৌনতায় মেখে রাখবো
তোমার অপলক দৃষ্টি,
মৌন অনুভুতির অনুস্বরে।
তুমি একটুখানি গিয়ে বসো
নদী বাঁধাইয়ের পাথরের উপর
নদীর স্বচ্ছ জলে নূপূরের একটুখানি ছন্দ তুলো,
আমি নিলামে কিনে নেবো
মাধুরী স্পর্শের সেই কঠিন পাথরটি,
আর স্বচ্ছ জলের ছোঁয়াটুকু গায়ে মাখবো
সারা নিশি জুড়ে।
তুমি ফিরে যেও একা,
একটু শুধু পিছন ফিরে চেয়ো
আমি সেই চাহনীর নোঙর ফেলবো-
আমার হৃদয়ের গভীরে।
আজ এই গোঁধূলী লগ্নের শপথ,
পাখ-পাখালী, নির্ঘুম রাতের নক্ষত্র সাক্ষী-
তোমার ছোঁয়াটুকু বুকে নিয়ে কাটাবো-
সহস্র দিন-রাত্রী।
তারিখ : ০৪/০৩/২০১৬