একসময় আমার এক বিন্দু কষ্ট-শব্দ
তোমার পেলব চিত্তে শ্রাবন রাতের
বৃষ্টি কণা হয়ে হু হু করে ঝরতো-
কেমন এক ম্লান বাদলাবৃত থাকতো তোমার চোখ।
অথচ এখন,আমার বিদীর্ণ আর্তনাদও তুমি
কতো অনাবিল উপেক্ষায় পাশ কাটিয়ে যাও।
এককালে টেলিফোনে আমার মুখের একটি
শব্দ শোনার জন্য কি আকুতি,কতো অপেক্ষা-
তোমার হৃদে বৈশাখী-ঝড়ের শোঁ শোঁ শব্দ তুলতো।
অথচ এখন দিনের পর দিন-
কথা না হলেও মিস-কল আসেনা আগের মত।
আমি যেন দিগন্ত সীমার ওপারের কেউ
কখনো কোনদিন দেখাই হয়নি দু’জনার।
একটা সময় ছিলো তুমি সমুদ্রের লোনাজলে
সাচ্ছন্দ চিত্তে নিজেকে ভাসাতে আমাকে আঁকড়ে ধরে,
বিস্তীর্ণ সমুদ্রের বিশাল তরঙ্গ নেচে নেচে
আনন্দ প্রকাশ করতো তোমার হৃদয় গভীরে।
অথচ এখন অনুভবের অনুভুতি গুলো
তীরহারা ঢেউয়ের মত ফিরে ফিরে আসে
আমারই ভালোবাসার নীড়ে। শশী,
বদলে গেছো তুমি, স্বপ্ন সাজাও না আগের মতো
হয়তো কোন স্বপ্ন নেই আর আমাকে ঘিরে।