শুধু ভাবনায় ছিলে তুমি,
আমার অপলক দৃষ্টি তোমার পানে।
আসবে কী তুমি হৃদয়ের নীড়ে?
ঘোরপাক খাচ্ছিল সব ভাবনা গুলো,
কি করে বলি,,,,কি করে বলি সে কথা
প্রণয়ের ঢেউ লেগেছে সারা হৃদয় জুড়ে
ভীরু হৃদয়, সাহস যোগিয়ে
নিস্তব্ধ বিকেলের নিরবতা ভেঙ্গে
হঠৎ বলেই দিলাম-
বন্ধু হয়ে পাশে থাকব তোমার,
প্রেমিক হয়ে আঁকড়ে রাখব তোমায়
তুমি শুধু... ভালবেসো আমায়।
জনকোলাহল ছেড়ে-
নির্জন অরণ্যে গোলপাতায় বানাবো
ভালবাসার সুখের স্বর্গ,
জোনাকির আলো ধার চেয়ে নেবো
আর নেবো রজনী গন্ধার সুগন্ধি।
গোঁধূলীর ঐ রক্তিম আলতায়-
রাঙ্গাব তোমার পদ্ম-পা,
আর রাত জাগা সব বনফুল দিয়ে
সাজাবো তোমার গা।
শিউলী ফুলের মালা গেঁতে প্রিয়
নিজ হাতে পড়াবো তোমায়,
আজ এই চন্দন জোছনায়,
কাশবনের ফাঁকে লুকোচুরি করে-
হাঁটবো দুজন দুটি পথ ধরে,
কাটাবো গল্প করে সারা নিশি।
ধলপ্রহরের আগে আসবো ফিরে-
তোমার ভালবোবাসার স্নিগ্ধতা নিয়ে।