গোলাপ ঝড়ে যায় দুদিন পরে
ভালোবাসা তখন টানে !!
রোজ ডে পালন হবেনা, এ বেচে থাকার আছে কোনো মানে?
বাসায় দেখে, কেউ আছে নাকি !
রোজ ডে পালন বলে কথা !!
স্মৃতি রাখাতো দরকার কিছু, এটা যে এখনকার প্রথা।
গার্লফ্রেন্ড কে নিয়ে হবে রে আজ লীলাখেলা
ফাকা বাসায় চলবে আজ চরম সুখের ভেলা।
ফেব্রুয়ারী মাস এলেই সব ভালবাসার হয় জাগরন
অথচ বাকি ১১ মাসে নারী-পুরুষের পবিত্র ভালবাসার থাকেনা কোনো আবরণ।