প্রিয় হাসি
আপনাকে মিস করছি খুব বেশি
হয়তো আর নয়তো এ দুটোর মাঝেই সেই রাশি।
শহরের অদ্ভুত লাশের গন্ধে বিচলিত
স্টেশনে টিটির অবাক চাহনি
সবই আজ মুছে যাবে
৩নং থানার ওসির পদচারণায়
আর গোয়েন্দা শফিকের হাস্যজ্জল ভঙ্গির সে মূর্ছনায়।
তাইতো প্রিয় শফিক ভাইয়ের হাসি
মিস করছি খুব বেশি