হারিয়ে যেতে চাই দুর্গম পথ পেরিয়ে,
দুঃসাহসিক অভিযানের চিলেকোঠা ছাড়িয়ে ।
ফিরতে চাই শহরের কোলাহল থেকে হাতে নিয়ে প্রান
মানব জাতি দেয়না যে মোরে ভালোবাসার টান ।

হারিয়ে যেতে চায় অরণ্যের মাঝে এ প্রেমের সন্ধি
একঝাক হরিণের মতো নিজেকে রাখতে চাইনা আর বন্ধি ।

প্রকৃতি দেবী আর নক্ষত্ররাজির মায়ায় মোর চারিধার
জোসনা রাত্রি আর হাসনাহেনা ফুলের অপরূপ স্নিগ্ধতায় বারংবার ।

তাইতো…….

হারিয়ে যেতে চাই তোমার অন্ধকারে, মাখতে যদি গায়ে
উষ্ণতায় শিহরিত করতাম নিজেকে গুটিগুটি পায়ে ।