রোদ তুমি কোথায়
আল-আমিন রানা
*========*
রোদ তুমি মিষ্টি ভারী, এতটা দিন কোথায় ছিলে
কত স্মরণ করেছি তোমায়, তুমি কোথায় লুকিয়ে ছিলে!
নাকি মেঘের ☁ ভয়ে একা একা লুকিয়ে ছিলে
নাকি অন্য কোথাও বিভোর ঘুমে ঘুমিয়ে সুপ্তি রত ছিলে।
তোমায় একটু জাগিয়ে তুলতে,
কেউ কি ছিলোনা তোমার সম্মুখে?
যখন তুমি দূরেই আছো বলবো কি আর মুখে।
তুমি যেহেতু আসবেনা,
তাই ভেবেছি তোমায় আর ডাকবোনা।
সহসা দেখি গগনে সঞ্চরণশীল বাষ্পরাশি,
উঠানে তে শিশু ছিলো করতে ছিলো তারা খেলা
বৃষ্টি এসে করল যেমন,তাদের কেমন তাড়া।
রোদের মাঝে ধান গুলো দেখো দাঁড়িয়ে কেমন আছে। বৃষ্টি এসে নাতিয়ে দিল তাদের মাটির সাথে,
তবুও শুধু বৃষ্টি দেখি রোদের দেখা পাইনা,
কেঁদে কেঁদে বলছি রোদ তুমি কোথা একটু দেখা দাও না!খুঁজে খুঁজে মরছি আমি তোমার দেখা নাই,
খুঁজে খুঁজে বলছি আমি তখন রোদ তুমি কোথায়?
হঠাৎ দেখি সামনেই আমার রোদ দিল আলো