মুসাফির
আল-আমিন রানা
*========*
মুসাফির আমি, ভ্রমণ করতে ভালো লাগে!
বন্ধু মহলে ঘুরবার কথা উঠলেই আমার ভ্রমণে ইচ্ছে জাগে।
ভ্রমণ করি যেথা সেথা পড়ায় বসেনা মন!
মনটা আমার উল্টা পাল্টা করে বিচরণ।
ঘরে আমার মন বসে না মন থাকে বাহিরে,
প্রণয়ী রা সব বাহির থেকে দিচ্ছে আমায় ডাক,
পড়ার টেবিলে মন ত বসেনা গনিতের খাতায় দিচ্ছি দাগ।
ভালো লাগে না পরতে আমার বই এর পাতা খুলে,,
অনেক বেশি পড়লে আমি সব কিছু যাই ভুলে।
গ্রন্থ আছে বাংলা গনিত সমাজ ভূগোল,
ব্রিটিশদের কাহিনিতে আছে শাসন মোগল!
এসব গ্রন্থ বই দেখার চেয়ে মজা দেখতে ফেসবুকের বই।
ক্রিকেট ও ফুটবল এখন ভালো লাগেনা,
স্মার্ট ফোনে ফ্রীফায়ার পাবজী খেলার টানে পরে রই।