আজকের সমাজের হাল
আল-আমিন রানা
*========*
কোন সঙ্গতি তে আছে আজ
আমার সোনার বাংলাদেশ!
কেউ আছে বেশ তথা কারো অস্তিত্ব হচ্ছে নিঃশেষ,
জনগণের আহার্য দ্রব্য লুটে নিয়ে,
কেউ গরেছে সমৃদ্ধের রেশ।
রাষ্ট্রের অদৃশ্য অন্যায়ে আজ লজ্জিত আমি।
শাসকের বাবুগিরি তে থমকে গেছে জাতি।
দিবসের দীপ্ত নুর ও আমাতে অন্ধকার মনে হয়,
আঁধারে ঘরে জ্বলে না বাতি।
লেখাঃ ১৫/০৫/২০২২