গোলাপের ভাষা
আল-আমিন রানা
*========*
সেদিন সন্ধ্যায় তুমি হঠাৎ আমার সম্মুখবর্তী দুয়ারে,
জড়ীভূত তুমি ছিলে শব্দহীন!
গভীর ভাবনাকরণে তুমি নয়ন মেলে দিলে,
যদিও অবাক ভাবে কিছুটা বিস্মিত হচ্ছিলাম।
তুমি বারং বার আমাকে দেখতে চাচ্ছিলে,
পরন্তু তুমি পানে তাকাতেই;
মম হস্তে একটি সাদা গোলাপ দিয়ে -
তুমি বন্ধুত্বের ভালোবাসা প্রকাশ করলে আমাতে!
অবাক হয়েছিলাম
সত্যিই অনেক বিস্মিত হয়েছিলাম।
খানিকক্ষণ পরে তুমি পুনরায়
একটি লাল গোলাপ
আমার হস্ত লক্ষ করে বাড়িয়ে দিলে!
তাও একটি কঠিন শর্ত সহ!!
তুমি প্রশ্ন রাখলে আমাতে!
তুমি কি পারবে আমাকে সার্থহীন ভালোবাসতে?
ক্ষানিক সময় ভাবনাকরণে প্রমত্ত থেকে -
পরন্তু তব হস্ত হতে লাল গোলাপ টি মম হস্তে নিলাম,
তোমাকে এক গগন স্বপ্ন আর আকাঙ্ক্ষার বিনিময়ে!
তোমাকে স্বার্থ শূন্য ভালোবাসার অঙ্গীকার দিলাম।
তথা আমিও বলেছিলাম
তুমি পারবে ত আমাকে স্বার্থ শূন্য ভালোবেসে আগলে রাখতে?