শরম-ভরম
আল-আমিন রানা
*========*

ক্ষ নে, ক্ষ নে আমি হয়ে প্রতারিত,
তথাপিও তোমা দিয়েছি সম্মান যথা যত।
বুঝনি তুমি ছিলো মিথ্যা অহম,,
তব ভুলে আজ লোকালয়ে পাই সরম।
মাঝে মাঝে যদিও হই প্রচণ্ড গরম;
চিন্তার নয়ন খুলে দেখো কোথা আছে ভরম?
বারং বার বুঝালেও তুমি হয়ওনি নরম!
তব ভুলে আজ লোকালয়ে পাই সরম।