রমজানের নেয়ামত
আল-আমিন রানা
*========*

১১ মাস অতিবাহিত অতঃপর মহাশূন্যের পশ্চিম গগনে
উঠেছে রমজানের চাঁদ,
সিয়াম পালনে পাবো তৃপ্তির স্বাদ।
৫ ওয়াক্ত সালাতের সাথে পরবো/আদায় করবো তারাবী!
যা শিখিয়ে গেছেন আমাদের নবিয়ে আরবী।
প্রভু দয়া করে মায়া করে বন্দ রেখেছে সমাধি এর আজাব।
সকলেরই উচিৎ রমজানের এই মাস বড়ে থাকবে সজাগ।
তাহাজ্জুদ নামাজের মাধ্যমে মালিকের নিকট ঢেলে দাও শত ক্লান্তি,
নিশ্চয়ই সৃষ্টির মালিক মনকে প্রফুল্ল করবেন দিয়ে শান্তি।
ওগো প্রভু বাড়িয়ে  দাও ইমানি শক্তি,
প্রখর করে দাও দুই নয়নের ইমানি দৃষ্টি।
ওগো মালিক আমি ত তোমার এক অনন্য সৃষ্টি!
আমাদের মাঝে ছড়িয়ে দাও তব রহমতের বৃষ্টি।
দয়াময় তোমার প্রিয় হবো নবীর অনুসরণে এই ত ইষ্টি,
হতে চাই আমি বুদ্ধ,
মালিক তুমি আমাকে করে দাও শুদ্ধ।
এই রমজান মাসে নাজিল হয়েছে কোরআন,
যা মানব জাতির তরে আল্লাহ'র দান।
যদি কেউ কোরআন পড়ে বুঝতে চায় তার মান!
মহান সৃষ্টির মালিক বাড়িয়ে দেয় তার সম্মান।