মা
আল-আমিন রানা
*========*

মা ত মমতাময়ী ধরা ধামে তার মতো নেই কেউ দামী,
এ ধরা মা এমনই একজন,  যে সন্তানের জননী,
মা সন্তানের তৃপ্তির তরে অক্লেশে কাঁটায় রজনী।
পৃথিবীর সকল মা সন্তানের ক্লেশ দূর হতে উপলব্ধি করে,
পরন্তু মা ই যে স্রষ্টা ও রাসুলের পরে আপন প্রণয়িনী।
যে সন্তান ১০ মাস ১০ দিন গর্ভে করেছে লালন,
একটা সময় অব্দি মায়ের কাছেই সন্তানের সম্পন্নকরণ।
জানি মা কেনো এমন, উপরন্তু মা যে মা।
মা ডাক এ ধরাধামে সবচেয়ে মধুর, মা ই সবচেয়ে গুরুত্বপূর্ণ আপন।
প্রতিটি মা ই চায় তার সন্তান বড় হবে
লেখা পড়া শেষ করে সুন্দর ভাবে সুশিক্ষিত হবে
প্রতিষ্ঠিত মানুষের মতো সুন্দর হবে জীবন।
সন্তান বড় হয়ে মায়ের দুঃখ করবে মোচন।