নিভে যাক নারীর ভ্রান্তি (সনেট)
আল-আমিন রানা
*========*

সতত জয় আমার - সকল ভূবন,
জীবন যুদ্ধে ব্যর্থতা - নারীর কারণ;
রমনীকে নিয়ে যার- নিছিদ্র বড়াই!
দৈবাৎ পুরুষ ব্যর্থ - এ মিথ্যা লড়াই।
মায়াবিনী রা রঙিন - যা প্রকাশ্যে দেবী
গভীর ধ্যনে প্রকাশ - মিলে প্রতিচ্ছবি
নিষিদ্ধ সঙ্গমে খোঁজে - তৃপ্তির ঢেঁকুর
যে গ্রহ অন্ধকার হে - সম্ভ্রম ফতুর

হে নারী তুমি জননী -মর্যাদা পর্দায়
নারী মা তাই সর্বত্র - সম্মান ত মিলে
নতুবা সম্মুখে খেতো কামিনী'কে গিলে
অবহেলিত ব্যস্ততা - স্বপ্ন হচ্ছে শেষ
সুন্দর সুখের গল্প - হোক তব শান্তি
চাই আমি সুখী হও- নিভে যাক ভ্রান্তি