শুধু তোমাকে চাই
আলা-আমিন রানা
*========*

প্রসূন নয়নাভিরাম, সত্যিই পুষ্প সুন্দর বহু,
তাইত ফুলকে ভালবাসে সবাই!
ভালোবাসি আমিও ফুলকে, প্রসূন নয়নাভিরাম বলে।
তাই সংহত প্রণয় পুষ্প কে!
আপাতদৃষ্টিতে এরচেয়ে ঢের ভালোবাসি তোমাকে।
প্রসূন নয়নাভিরাম, সত্যিই পুষ্প সুন্দর বহু,
তাইতো প্রসূন কে ভালবেসে নিকটে টানে-
ফুলের সুবাস নিতে!
তুমিও ঢের সুন্দরী, অপ্সরা- হেতু সত্তা ভালবাসি তোমাকে।
অভিপ্রায় নিরন্তর তব পাশে থাকে,
তোমা ঐ বদন হাসি দেখে মনে হয়
আমি হারিয়ে গেছি এক স্বপ্নের রাজ্যে।
তোমা দেখে মনে হয় আমি চেয়ে থাকি সারাক্ষণ
তব মিষ্টি মায়াবী মুখের পানে।
মূর্ধা এর কালো কেশ দেখে মনে হয়
সুবাস নেই তব ঐ কালো কেশের!
তোমা রাঙা পায়ের হাঁটা দেখে মনে হয়
হুবহু নকল করে হাঁটি তোমার সঙ্গে।
তোমা ঠোঁটের অনুভূতি দেখে মনে হয়
আমা ডাকছে তোমার কাছে।
বার বার বলতে চাই,  আমি শুধু তোমাকে চাই
পরন্তু আমি ভালবাসি তোমাকে।
তাইতো বার বার বলতে চাই, আমি শুধু তোমাকে চাই
শুধু তোমাকে চাই, শুধু তোমাকে চাই।