অবাধ্য মনকে বুঝাও
আল-আমিন রানা
*========*

ও হে মানব তোমার আমার ন্যায্য সেই প্রভুকে ভয় করা ,
যে স্রষ্টা আমাদিগকে সৃষ্টি করেছেন এ ধরা ।
ও হে মানব নিজেই প্রশ্ন রাখো তোমাতে ,
কোন পথে তুমি ও তব মন চায় চলতে !
মানব তব অবাধ্য মনকে বুঝাও
যে অন্তরিন্দ্রিয় তোমা ও আমাদিগকে
স্বর্গ থেকে নরকের পথে নিয়ে যায় ,
সে অভিনিবেশ সকলের ই ছেড়ে দেয়াই উচিৎ।
ও হে অন্ধত্বার বশে আত্মা যদি মন্দ কাজে মগ্ন থাকে
বুজতে হবে যে,চিও তোমাতে আমাতে নেই !
আচ্ছা কখনো কি ধ্যান করেছো ?
মন্দ কাজে মগ্ন/লিপ্ত থাকা সত্ত্বেও
কী প্রকারে তুমি/আমি স্বর্গে  পৌঁছাবো ?
ও হে মানব তোমার আমার ন্যায্য সেই প্রভুকে ভয় করা ,
যে স্রষ্টা আমাদিগকে প্রেরণ করেছেন ধরা।
তিনি অন্তর জামি যে স্রষ্টা আমাদিগকে পাঠিয়েছেন এ ধরা।
ও হে মানব তুমি আমি সকলের ই উচিত
সেই মহান মালিকের নিকট মুক্তির তরে প্রার্থনা করা।