অভিশাপ - দারিদ্রতা ২৬
আল-আমিন রানা
*========*

দারিদ্র তা যেন এক মহা অভিশাপ ,
মধ্যবিত্ত ঘরে মম জন্মানো কি পাপ?
যোগ্যতার কি মূল্য ? যা হয়না যাচাই
অর্থ নিয়ে বড়াই , হচ্ছে শুধু লড়াই ।
যত আছে অর্থ, সে তার বেশি দেখাই-
মধ্যবিত্ত বলে, দয়াশূন্য কে ডরাই ।
অস্থির যাতনা দেয় , বুক দর ফর -
উৎপীড়ক উৎ পেতে সে- চায় কর!