জ্বলছি অনল দহে
আল-আমিন রানা
*========*

আদতের মাঝে আজ, আমি আটকা পড়ে গেছি!
তোর কারনেই কদম চোরা
আমি আজ শোণিত খেলার ময়দান প্রান্তরে নেমেছি।
কেনো আমায় মিথ্যে মিথ্যে বৃথা আঘাত করেছো?
মিথ্যা অহম্‌ দেখিয়ে কি প্রশান্তি পেয়েছো?
সবুর করো কদম চোরা আমা দেহেও বল আছে আমিও তোমায় রুখবো।
যাতনার দেশে বাড়ি আমার জ্বলছি অনল দহে!
আমা কিছু হলে কদম ছাড়বোনা আমি তোরে।
রক্ত আমার যতোই ঝরুক থামবো নারে আমি,
তবুও কদম বাস্তবতায় তরে চাইনা আমি।
নয়ন জ্বলে কাঁদিয়ে আমায় দিলি যন্ত্রণা যা আমি বুঝিনি,
বুঝবো যেদিন তরে দরবো সেদিন
ওরে চোরা সেদিন হিংস্র হবো আমি।
তুই চোরার আছে অডাল অর্থ অস্র শক্তি বল!
তাই ভাবিস না কদম চোরা কমবে আমার মনোবল।
আমাতে আছে মনোবল আছে মনো শক্তি।
সমাজ ও দেশের ত্রাস তুই, সমাজ নিঃস্ব হলে-
কদম চোরা তুই পাবিনা স্বস্তি!
মাটির ভিতর ছিলাম, মাটি পরিচয়, মাটিতেই যাবো চলে।
ওরে চোরা কুকুর তুই, পশু তুই, পশুর ন্যায় তর আচরন।;
তুই ত প্রকৃত মানুষ না।
হিংসুক তুই,  ত্রাস তুই, তর মাঝেই তা থাকুক।
ও রে চোরা তুই ত একটা ত্রাস,
তর বেথায় বেথিত আমি।
মোড় দুঃখ যাতনা হবেনা কোন,
যদিও তকে নিঃস্ব করে যেতে পারি কভু।
কদম আলী চোরা সকল গ্রামেই আছে।  সকল চোর ও অসাধু নেতা এবং জালিম দের প্রতি আমার চরম ঘৃণা।

লেখা ৬/১১/২০১৭