বিচ্ছেদ
আল-আমিন রানা
*========*

শ্বতিচ্ছেদ এর তৃপ্তির ঢেকুর শেষ না হতেই বিচ্ছেদ
আত্মীয়তার সম্পর্ক হচ্ছে নষ্ট শান্তি নাই কিঞ্চেত।
সেদিন সন্ধায় যদি তোমার তরে খোলসা করি প্রকাশ -
আজ ভাবছো পশরা আমায়, মেঘলা কেনো তব মনের আকাশ?
মনে নেই মোর বিচ্ছেদের ভাবনার গান,
তুমি চাইলেই হবে বিচ্ছেদ, তবে আর বলা হবে না তুমি প্রাণ।
তোমার অভিমানে যদি তুমি নিজেই যন্ত্রণা ভয়ে বেড়াবে!
ঐ দিন এই জ্বলে ভেজা চোখ আর খুঁজবে না তোমার অভিমানী মুখ।
দুজনের শয্যা এক তবুও আজ কত দূরে; মনের কোন ঘরে-
রেখেছো মৃত করে আমায় অনুভূতির দুয়ারে।
বাঁচতে গেলেও আজ অর্থের প্রয়োজন,  ক্ষুধা মি টেনা কথায়!
মূর্খ রমনীগণকে কে বুঝতে পারে পুরুষের মনে অশান্তি টাকার ব্যথায়।