মোবাইল
                আল-আমিন মোড়ল
মোবাইল একটা যন্ত্র মাত্র কদর টা তার বেশী,
ছেলে মেয়ে যদি করে ভালবাসা বাসি।
ভালবাসার নামে তারা কথা বলে যায়,
অনর্থক মোবাইলের খরচটা বাড়ায়।
এমন ভাবে কথা বলে যেন টাকা লাগে না,
টাকা দিয়ে কথা কিনে মন তো মিলে না।
আগে ছিল সত্যি প্রেম মোবাইল লাগতোনা,
প্রেমের নামে মোবাইলে চলে ছলনা।
একটা নয় দুটা নয় প্রেম করে তারও বেশী,
এসব কথা শুলে বুজি মোবাইলটাই দূষী।
ছেলে মেয়ে নষ্ট হওয়ার কারন খুজলে,
প্রমান হবে করে এইসব দূষী মোবাইলে।
মোবাইল এ তো নষ্ট করে ছেলে মেয়ের মন,
মোবাইল থেকে দূরে থাকব এইটা মোদের পণ।