তুমি কথা শোনোনা ?
কতবার তোমাকে বলেছি- স্নানের পরে
খোলা চুলে একা ছাদে দাড়িয়ো না,
নজর লাগবে ৷
তুমি কিচ্ছু শোনোনা !
কতবার বলেছি বরষা দিনে
জানালার গ্রিলে হাত রেখোনা,
তুমি আনমনা হবে ৷
হৃদয় তোমার উদাসী বায়ে দুলে যাবে ৷
তুমি কিচ্ছু শোনোনা !
সেদিনও বলেছি তুমি অমন করে
বুভুক্ষা চোখে আমায় দেখোনা,
আমার মরন হবে ৷
তুমি কিচ্ছু শোনোনা !
যদি কিছু নাই শোনো,
তবে আমার বুকে কান পেতে
কি শুনতে চাও ?
নাকি হৃদয়ের উষ্ণতায় নিজেকে সিদ্ধ করে
আমার ভালোবাসাকে জ্বালাতে চাও ?
আসলে তুমি কথা শোনোনা,
তুমি কিচ্ছু শোনোনা !!