শুধু একটা মুহূর্ত চেয়েছিলাম,
একটু পাশে থাকার আকুলতা,
কিন্তু সে চাওয়া আজ পরিণত হলো,
অপরাধের অন্ধকারে।
তোমার আপন জনের চোখে তুমি দোষী,
আর আমার হৃদয়ে অনুশোচনার ভার,
আমি কি ক্ষমার যোগ্য?
নিজেকেই প্রশ্ন করি বারবার।
জানি, তুমি বুঝবে আমায়,
জানি, ভালোবাসার বাঁধন অটুট,
তবু এই অপরাধ বোধ,
মুছতে পারবো তো কোনোদিন?
আমার ইচ্ছে ছিল না কষ্ট দেওয়ার,
তবু আমি-ই তোমার দুঃখের কারণ,
তুমি যদি পারো, ক্ষমা করো,
আমি হয়তো নিজেকে কখনো পারবো না!